Wednesday, May 8, 2024

কক্সবাজারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত

মো: মোরশেদ :

বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিক আজ।

সোমবার কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ শাহিন ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান-কবিতা এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস জোগায়। এ দেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল সীমাহীন প্রেরণা উৎস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজীবুল ইসলাম ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দরা।

পরে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page