Sunday, May 19, 2024

শেষ হলো জেলার তিন উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজার জেলার তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। দু-একটি জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও কোথাও বড় ধরনের সংঘর্ষের ঘটেনি।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। এখন চলছে ভোট গণনা।

সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণএই নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ৯ ভাইস চেয়ারম্যান,৮ সংরক্ষিত ভাইস চেয়ারম্যান, কেন্দ্র – ২০৪, ৫ লক্ষ ৭৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে।

এবার স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার ধাপে। প্রথম ধাপে কক্সবাজারে ভোটগ্রহণ করা হলো কক্সবাজার সদর,মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায়।

উল্লেখ্য, ২১ মে দ্বিতীয় ধাপে চকরিয়া,পেকুয়া ও ঈদগাঁও উপজেলায় এবং ৩য় ধাপে রামু,উখিয়া ও টেকনাফ উপজেলায় ভোটগ্রহণ হবে।
দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায়, ২৯ মে তৃতীয় ধাপে ১১০ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫০টির বেশি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page