Monday, May 6, 2024

অপরাধী যেই হোক, আইনের আওতায় আসবেই : আইজিপি

মোহাম্মদ আয়াছুল আলম   :

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ট্রলারে ১০ ব্যক্তির হত্যার ঘটনায় পুলিশ অপরাধীদের গ্রেফতার করেছে। বাকি আসামীদের ধরতে পুলিশ কাজ করছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে বলেও জানান পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিকেলে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

সকালে আইজিপি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর কার্যাক্রম পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে খুন অপহরণ সহ নানা অপরাধ নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে বলেও জানান আইজিপি। রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এছাড়াও সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে মন্তব্য করে আইজিপি বলেন, অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

দুই দিনের সফরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকতাদের সাথে বৈঠক করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page