Friday, May 17, 2024

সীমান্তে মাইন বিস্ফোরণে দুই ভাইসহ পাঁচজন আহত

বিশেষ প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। রোববার সকালে ফুলতলী সীমান্তের ৪৭ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায় তাদের।

আহতরা হলেন, দুই সহোদর রশিদ উল্লাহ ও মোহাম্মদ মফিজ উল্লাহ, অপরজন মোঃ আবদুল্লাহ। তিনজনই কক্সবাজারের রামুর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশিকুর রহমান জানান, আহতের মধ্যে দুইজনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একইভাবে শনিবার রাতে আরো ২জন বাংলাদেশী সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয়। এই নিয়ে দুইদিনে মাইন বিস্ফোরণে আহতের সংখ্যা দাঁড়ায় পাঁচ জনে। আহতরা সবাই মিয়ানমার থেকে গরু পাচারে জড়িত বলে জানান নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারমান নুরুল আবছার।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে সীমান্তের শূন্যরেখায় যেতে আগে থেকে নিষেধ করা হলেও তা অনেকেই মানছে না বলেই এই ধরনের দূর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে মাইন বিস্ফোরণের পরপরই সীমান্তে বাংলাদেশ অংশ বিজিবি টহল জোরদার করা হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page