Monday, April 29, 2024

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ প্রধান

বিশেষ প্রতিনিধি :

সন্ত্রাসী গ্রুপগুলোর আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের কারণে অস্থিরতা বিরাজ করছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে।

প্রতিনিয়তই ঘটছে হত্যাকান্ড,গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ফলে আতংকে আছে সাধারণ রোহিঙ্গারা।

এমন অবস্থায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রোহিঙ্গা পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (৩ মে) সকাল সাড়ে দশটার দিকে উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় আইজিপির গাড়িবহর।

সেখানে পৌঁছে ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (৮ এপিবিএন) এর আওতাধীন ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পে পুলিশ সদস্যদের অভিবাদন ও সালাম গ্রহণ করেন আইজিপি।

ক্যাম্প এলাকা পরিদর্শনের পর বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন তিনি। এরপর ৮ এপিবিএনের অধিনায়কের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ক্যাম্পে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ প্রধান।

বৈঠকে উপস্থিত এপিবিএন এর এক কর্মকর্তা জানান, আশ্রয়শিবিরের শান্তিশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসীদের গ্রেপ্তার, মাদক চোরাচালান নিয়ন্ত্রণসহ বিভিন্ন আলোচনা হয়েছে। এসময় পুলিশ প্রধান আইনশৃঙ্খলার স্বার্থে করণীয় সব ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

বৈঠক শেষে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন আইজিপি, দুপুর আড়াইটায় কক্সবাজার জেলা পুলিশের সম্মেলন কক্ষে জেলার কর্মরত পুলিশ সদস্যদের সাথে বৈঠকের পাশাপাশি সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি।

গত শনিবার (২৯ এপ্রিল) সকালে সিলেট জেলা পুলিশ লাইনস মিলনায়তনে সিলেটে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে আইজিপি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের আভিযানিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।’

তিনদিন পর মঙ্গলবার বিকেলে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা। আজ (বুধবার) সন্ধ্যায় তার ঢাকা ফিরে যাবার কথা রয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page