Saturday, May 18, 2024

কুতুবদিয়ায় জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস -২০২৩ পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী, কেক কাটা , বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের নেতৃত্বে এসব কর্মসূচিতে উপজেলার সকল কর্মকর্তা ,সকল কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্স, মিড ওয়াইফ ও অন্যান্য কর্মচারীদের উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২ মে কলকাতায় ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শ্বরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২মে কে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” পালিত হচ্ছে। সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page