Monday, May 6, 2024

তীব্র গরমে সমুদ্র শহরে শরবত ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন শহিদুল হক সোহেল

রাহুল মহাজন

কেন্দ্রীয় যুবলীগের কর্মসুচির অংশ হিসাবে তীব্র তাপদাহে কক্সবাজারে রিকশাচালক টমটম চালক, পথচারী ও পর্যটকদের মাঝে ঠান্ডা শরবত ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার(২৬ এপ্রিল) দুপুরে শহরের কলাতলী চত্বরে সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত ও লিফলেট বিতরণ করা হয়।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল এ আয়োজন করেন। এই সময় তিনি রিকশাচালক টমটম চালক, পথচারী ও কক্সবাজারে আসা পর্যটকদের হাতে ঠান্ডা শরবত তুলে দেন।তীব্র তাপদাহে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়।

সুপেয় পানিতে তৃষ্ণা মেটানো কয়েকজন বলেন, তীব্র গরমের মধ্যে এই ধরণের শরবত বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে। যাদের সামর্থ আছে তাদের সবেইকে এগিয়ে আসা উচিত।

শহীদুল হক সোহেল বলেন, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এজন্য আমরা মানুষের মধ্যে পানীয় শরবত বিতরণ করছি। আমরা চাই মানুষের মাঝে নিয়মিত পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠুক। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা সবার মধ্যে সুপেয় পানি ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।

এসময় যুবনেতা কুতুব উদ্দিন, নুরুল আলম, সিরাজুল ইসলাম, এখলাস উদ্দিন, কামরুল হাসানসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page