Tuesday, April 30, 2024

কুকি-চিনের আরও ৪ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ’র আরও ৪ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, রুমার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল(২৭), কুহালং ইউনিয়নের লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম(৩১), রুমা পাইন্দু ইউনিয়নের রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং (২৫), বান্দরবান সদর ইউনিয়নের রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ কর্মকর্তা জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের মামলায় আইনশৃংখলা বাহিনী তাদের গ্রেফতার করে আদালতে হাজির করেন। আদালত তাদের ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত: রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এ পর্যন্ত ৬৫ জনকে আটটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page