Monday, May 20, 2024

কুতুব‌দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের টিন ও আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

কুতুব‌দিয়ায় অ‌গ্নিকা‌ন্ডে দোকানসহ ১০ বা‌ড়ি পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।

সোমবার (২৯ এ‌প্রিল) রা‌তে উপ‌জেলা সদর বড়ঘোপ কাইন্দাল‌্যা পাড়ায় অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে। আগু‌নে অর্ধ কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। আহত হ‌য়ে‌ছে একজন ফায়ার ফাইটার।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সা‌ড়ে ৯টার‌ দি‌কে হঠাৎ ঘনবস‌তিপূর্ণ কাইন্দাল‌্যা পাড়ায় সড়‌কের পূর্ব পা‌শে আগুন লা‌গে। এসময় স্থানীয় ফায়ার সা‌র্ভিস স্টেশন‌কে খবর দেয়া হয়।

কুতুব‌দিয়া ফায়ার সা‌র্ভিস স্টেশন অ‌ফিসার সো‌হেল আহমেদ ব‌লেন, অ‌গ্নিকা‌ন্ডের খবর পে‌য়েই দ্রুত এ‌সে আগুন নেভা‌তে থা‌কেন। তা‌দের দু‌টি টিম সহ পু‌লিশ, স্থানীয় যুব রেড‌ক্রিসেন্ট সোসাই‌টির সদস‌্য, এলাকাবা‌সির সহ‌যোগিতায় ঘন্টাব‌্যা‌পি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আ‌সে। এসময় মিজবাহুল হাসান না‌মে একজন ফায়ার ফাইটার সদস‌্য আহত হন ব‌লেও জানান তি‌নি।

স্থানীয় প্রত‌্যক্ষদর্শী বা‌সিন্দা আবু তা‌লেব জানান, আগু‌নে ছিদ্দিক সওদাগর, রো‌জিনা আক্তার, বাসু‌নি বেগম, আবু তা‌হের,রমজান আলীর বা‌ড়ি সহ অন্তত ৮‌টি বা‌ড়ি ও মো: বেলা‌লের দু‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। এ‌তে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। গ‌্যাস সি‌লিন্ডার থে‌কে আগু‌নের সূত্রপাত ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

অ‌গ্নিকা‌ন্ডের পরপরই স্থানীয় সংসদ সদস‌্য আ‌শেক উল্লাহ র‌ফিক,উপ‌জেলা চেয়ারম‌্যান এড‌ভো‌কেট ফ‌রিদুল ইসলাম চৌধুরী, উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা মো: মঈনুল হো‌সেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ৪ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন নগদ ৩ হাজার টাকা। এছাড়া শুকনো খাবার, কম্বল বিতরণ করা হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page