Monday, April 29, 2024

ঈদগাঁও পাঁচ ইউপি নির্বাচন, প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে ৩৭৪ প্রার্থী

শাহিদ মোস্তফা শাহিদ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে নেমেছে ৩৭৪ প্রার্থী। তাদের মধ্যে
চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য রয়েছে। ৯ এপ্রিল (মঙ্গলবার) নির্ধারিত সময়ে ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে তাদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর ও মহি উদ্দিন। এর আগে ৮ এপ্রিল ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী, একজন সংরক্ষিত নারী সদস্য, ৬ জন সাধারণ সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।যাচাই-বাছাইয়ের দিন ইসলামাবাদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার পারভেজ, ইসলামপুরের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের, জালালাবাদ ইউনিয়নের নুরুল আলমের ঋণ খেলাপির অভিযোগে প্রার্থীতা বাতিল হলে তারা আপীল করে প্রার্থীতা ফিরে পান।ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবীর জানান, নির্বাচনী প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে ৯ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের বহুল কাঙ্ক্ষিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা স্ব স্ব এলাকায় শো ডাউন, গণসংযোগ, মতবিনিময় সভা করেছে,পুরোদমে শুরু হয়েছে মাইকিং প্রচার প্রচারণা।সাধারণ ভোটারেরা জানান, দীর্ঘ ৮ বছর পর ঈদগাঁওয়ের ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় বাড়তি আনন্দ, উল্লাস,উচ্ছ্বাস বিরাজ করছে। তারা আশা প্রকাশ করে বলেন,নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিবে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page