Thursday, May 9, 2024

যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য সন্দেহে ৫৪ জন আটক

টিটিএন ডেস্ক

সশস্ত্র হামলার পর বান্দরবানের রুমা ও থানচিসহ বিভিন্ন উপজেলায় সন্ত্রাস বিরোধী যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য সন্দেহে ৫৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই পর্যন্ত জেলায় যৌথ অভিযানে ৫৪ জনকে আটক হয়েছে।

থানচি ও রুমা উপজেলা থেকে সবচেয়ে বেশি আটক করা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা কেএনএফ সদস্য।

এর আগে গত ২ এপ্রিল রাতে রুমার সোনালী ব্যাংকে শতাধিক কেএনএফ সদস্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে অস্ত্রের মুখে পুলিশ, আনসার সদস্যদের জিম্মি করে ১৪টি অস্ত্র লুট ও সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে।

এ ঘটনার সতেরো ঘণ্টার মধ্যে ৩ এপ্রিল থানচিতে গুলিবর্ষণ এবং কৃষি ও সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা লুট ও ৪ এপ্রিল ফের থানচির সোনালী ব্যাংক ও বাজারে আক্রমণ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে কেএনএফ দমনে পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page