Saturday, May 18, 2024

জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে, স্মার্ট ওয়ার্ড গঠনই আমার লক্ষ্য- বেলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক :

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বেলাল হোসেন বলেছেন নির্বাচিত হলে পৌরসভার জনগুরুত্বপূর্ণ ও অবহেলিত ০৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে ০৮ নং ওয়ার্ডেকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গঠন করা হবে।

তিনি শুক্রবার (২৬মে) বিকেলে কক্সবাজার জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী প্রতীক সংগ্রহ করে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন জেলার শীর্ষ স্থানীয় বিদ্যাপিট,ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা সংবলিত এই ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে অবহেলিত।
পুরো কক্সবাজার শহর জুড়ে রাস্তাঘাট সহ নানান উন্নয়ন মূলক কর্মকান্ড হলেও জনগুরুত্বপূর্ণ ০৮ নং ওয়ার্ডে লাগেনি উন্নয়নের কোন ছোঁয়া।

প্রায় বছর জুড়ে এলাকার রাস্তাঘাট সমূহ খানা-খন্দকে ভরপুর ও জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে থাকে।

তাই নির্বাচিত হলে অত্র এলাকার উন্নয়নের জন্য জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়েই কাজ করবেন তিনি।

বেলাল জানান, অত্র এলাকায় সাড়ে ০৬ ছয় হাজার ভোটারের মধ্যে রয়েছে হিন্দু, বৌদ্ধ, রাখাইন সহ ০৩ সম্প্রদায়ের মানুষের সহবস্থান। যাদের সকলকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক ওয়ার্ড বিনির্মানের মাধ্যমে কাজ করবেন তিনি।

পাশাপাশি বেকারত্বদের কর্মসংস্থানে সহায়তা, বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবাদের বিধবা ভাতা, প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা সহ পৌরসভার সকল নাগরিক সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে জানান বেলাল হোসেন ।

তাই আগামী ১২ ই জুন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দীর্ঘ সময় ধরে অবহেলিত ৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড বিনির্মানে পাঞ্জাবী প্রতীকের প্রার্থী বেলাল হোসেন সকলকে পাশে চেয়েছেন।

পরে প্রতিক নিয়ে আসার সময় জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি৷

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page