Monday, May 6, 2024

একেএনসিকে হারিয়ে শিরোপা জিতে নিলো উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়

শামীমুল ইসলাম ফয়সাল :

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২৫ (নিউ টেন) এর শিক্ষার্থী ও আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের (একেএনসি) এসএসসি ব্যাচ-২৫ (নিউ টেন) এর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শিরোপা জিতেছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

উখিয়ার কলেজ পাড়া জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের আয়োজনে গতকাল সোমবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

খেলায় একেএনসি উচ্চ বিদ্যালয়কে ২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৫ (নিউ টেন) শিক্ষার্থীরা। খেলা শুরুর ১৫ মিনিটে দুর্দান্ত খেলে একেএনসিকে ১ গোল দেয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২৫। খেলার শেষ মুহুর্তে ছন্দে ফিরে একেএনসিকে উচ্চ বিদ্যালয়। পাল্টা আক্রমণে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়কে ১ গোল করে ১-১ গোলে খেলায় সমতা ফেরান তারা। এতে ড্র নিয়েই খেলা শেষ করতে হয় দুই দলকে। পরে ট্রাইবেকারে ২ গোলে আবারো জিতে যায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২৫। এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রপি।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মো. ওসমান। ওসমান আবুল কাশেম নুর জাহান (একেএনসি) উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২৫ এর খেলোয়াড়। ম্যান অব দ্যা ম্যাচ ছাড়া বাকিসব পুরস্কার উঠেছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২৫ এর ঝুলিতে। খেলায় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২৫ এর আশরাফুল হক ইমন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটিও পেয়েছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় শাহেদ আইমন।

টুর্ণামেন্ট সেরা খেলোয়াড়ের খ্যাতি অর্জন করেছেন সালমান হুদা আরিফ। আরিফও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২৫ এর খেলোয়াড়। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও জিতেছেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২৫ এর সালমান হুদা আরিফ।

ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর খাঁন। খেলা পরিচালনা করেছেন ফুটবল খেলোয়াড় হেলাল উদ্দিন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page