Sunday, April 28, 2024

পিকনিকের চাঁদা না পেয়ে কালুর দোকানের ব্যবসায়ীকে মারধর

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরের কালুর দোকানে চাঁদা না পেয়ে নুরুল হোসেন রুবেল (৩৬) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে কালুর দোকান এলাকার নুরুল হোসেন রুবেলের মালিকানাধীন “স্টুডেন্ট কম্পিউটার এন্ড স্টুডিও” তে পিকনিকে যাওয়ার কথা বলে চাঁদা চাইতে যায় তারাবনিয়ারছড়া কবরস্থান গলির টেকনাফ পাহাড় এলাকার মিজান ও শফির নেতৃত্ব একটি দল।

এসময় ব্যবসায়ী রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারাবনিয়ারছড়া কবরস্থান গলির টেকনাফ পাহাড় এলাকার মিজান ও শফির নেতৃত্বে ফাহিম,জিসান, আসিফ,সাকিব সহ ৮-১০ জনের এ দলটি ব্যবসায়ী রুবেলকে লোহার রড, লাঠি,ইঠ,দিয়ে বেধড়ক মারধর করে এবং নুরুল হোসেন রুবেলের মালিকানাধীন “স্টুডেন্ট কম্পিউটার এন্ড স্টুডিও” থেকে নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় বলে জানান ব্যবসায়ী রুবেল।

বর্তমানে নুরুল হোসেন রুবেল কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে স্থানীয়রা জানায় মিজান-শফির নেতৃত্বে সংঘবদ্ধ ছিনতাইকারী গ্রুপ (শফি বাহিনী নামে পরিচিত) খুরুশকুল রোড,কালুর দোকান-পাহাড়তলী রোড এলাকায় টমটম, সিএনজি কে টার্গেট করে ছিনতাই করে থাকে নিয়মিত।

এই ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী নুরুল হোসেন রুবেল এর ভাই নুরুল আক্কাস পাশা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page