Monday, April 29, 2024

কক্সবাজার পৌরসভা নির্বাচন: এক মেয়র প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার পৌরসভা নির্বাচনে একজন স্বতন্ত্র মেয়র ও তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

গত মঙ্গলবার (১৬ মে) কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন এবং ১২ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন বলেন, মেয়র পদে আল যুবায়ের চৌধুরী মানিক ঋন খেলাপীর জামিনদাতা হিসেবে মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া ১ নং ওয়ার্ডে মোস্তাক আহমদ, ৮ নং ওয়ার্ডে খোরশেদ আলম চৌধুরীর ঋন খেলাপীর দায়ে এবং ১১ নং ওয়ার্ডে মো. শফিউল আলমের আয়কর রিটার্নের রশিদ জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। ভোট গ্রহণ ১২ জুন।

মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র মাসেদুল হক রাশেদ, সরওয়ার কামাল, জোসনা হক, জগদীশ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জাহেদুর রহমান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page