Friday, May 17, 2024

সমিতিপাড়া সৈকতের বালিয়াড়ি দখল উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক

সমিতিপাড়া ঝাউবাগানের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন।

বুধবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সৈকতের বালিয়াড়ি জুড়ে অসংখ্য স্থাপনার মধ্যে কয়েকটি স্থাপনা ভাঙা হয়। এছাড়াও মাছের প্রজেক্টের সীমানা বেড়া ভাঙা হয়েছে কয়েকটি। তবে বেশিরভাগ স্থাপনা থেকে গেছে এখনো।

স্থানীয়রা জানিয়েছেন, সৈকতের বালিয়াড়ি দখল করে ছোট বড় স্থাপনার পাশাপাশি পেয়ারা বাগান, ইউক্যালিপটাস গাছের বাগান, মাছের প্রজেক্ট করা হয়েছে। উচ্ছেদ অভিযানে ঘেরা বেড়া ভাঙা হলেও স্থাপনা থেকে গেছে বালিয়াড়ি জুড়ে। অনেকেই বলেছেন উচ্ছেদ অভিযানে বৈষম্যের শিকার হয়েছেন তারা। দেখে দেখে স্থাপনা ভাঙা হয়েছে। বিশাল বালিয়াড়ি জুড়ে এখনো অসংখ্য স্থাপনা বিদ্যমান।

বেশিরভাগ স্থাপনা উচ্ছেদ না হলেও স্কুল এবং খেলার মাঠের দুটি ভিত্তি প্রস্তরযুক্ত নাম ফলক ভেঙে ফেলা হয়েছে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী বলেন, সরকারি খাস জায়গায় নির্মাণ করা সকল স্থাপনা আমরা ধীরে ধীরে উচ্ছেদ করব। যেহেতু এটি সরকারি খাস জমি সেহেতু এই জায়গা আমরা উদ্ধারে কাজ করে যাবো।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মৎস্য কর্মকর্তা, বন বিভাগ, আনসার ব্যাটালিয়ন,ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page