Saturday, May 18, 2024

মেয়রের হাতে ধরা পড়লো টমটমের ভূয়া লাইসেন্স

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের বদর মোকাম এলাকার ছাপার কাজের দোকান ডিজাইন বাড়ি। এই প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে করা হচ্ছে টমটমের লাইসেন্স প্লেট। কক্সবাজার পৌরসভার এক অভিযানে মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী হাতেনাতে ধরলেন এমন প্রতারণা।

মঙ্গলবার সন্ধ্যায় এক অভিযানে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তদন্ত করে প্রমাণ পান। এসময় ওই ছাপাখানার কম্পিউটারে অসংখ্য টমটমের ভূয়া লাইসেন্স এর কপি পায় পুলিশ। এই অভিযোগে দোকনটির কম্পিউটার জব্দ করা হয়। পাশাপাশি আটক করা ৪জনকে।

এসময় মেয়র মাহাবুবুর রহমান বললেন, ৩ হাজার টমটম পৌরসভা থেকে লাইসেন্স দেওয়া হলেও ৫ হাজারের অধিক টমটম চলছে অবৈধভাবে। নির্বাচনের পরে এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার শহরে যত্রতত্র টমটমের ছড়াছড়ি। রোহিঙ্গা থেকে শুরু করে শিশুরাও চালাচ্ছে টমটম। পৌরবাসী থেকে শুরু করে পর্যটকরাও বিরক্ত অপ্রশিক্ষিত চালকের টমটম নিয়ে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page