নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে এসএসসি ২০১৩ ও এইচএসসি ২০১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের রয়েল বিচ রিসোর্টের কনফারেন্স রুমে জেলার সকল উপজেলার প্রতিনিধি ও জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাচের মিলনমেলা ২০২৫ বাস্তবায়ন করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৫ এর ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহকে মিলনমেলার দিন হিসেবে ধার্য করা হয়। এবার প্রত্যেক উপজেলা থেকে মিলনমেলায় সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে একাধিক কর্মপরিকল্পনা গ্রহণ করে আলোচনায়।
আলোচনায় অনিচ্ছাকৃত কিংবা ভুলবশত সংযুক্ত হওয়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের চিহ্নিত করে ২০১৩ ব্যাচের প্রকৃতি শিক্ষার্থীদের মিলনমেলায় অংশগ্রহণ নিশ্চিত করা, ব্যাচের সারাবছরের বিভিন্ন কর্মকান্ড এবং ব্যাচের কৃতি শিক্ষার্থীবৃন্দ ও তাদের পেশাগত অবস্থান ট্র্যাচিং করে অনলাইনভুক্ত করা সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় এসএসসি ২০১৩ ব্যাচের প্রধান প্রতিনিধি আরিফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা ও জেলার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।