প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফিরে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে ৩ শতাধিক পর্যটক নিয়ে আটকে ছিলো কেয়ারী ক্রুজ এন্ড ডাইন নামে একটি জাহাজ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে এই টেকনাফের বাহারছড়া সংলগ্ন ঘটনা ঘটে পরে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে সেটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সী ক্রুজ ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি বলেন, ‘ ইঞ্জিনে সমস্যা দেখা যাওয়ায় জাহাজটি আটকা পড়েছিলো, এখন সেটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি জাহাজ মাস্টারের সাথে কথা বলেছি।’
গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদক 









