৩ দিনের সফরে কক্সবাজার আসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনদিনের সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন এবং বিভিন্ন সেমিনারে অংশ নেবেন।
আগামী ০৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত তিনি কক্সবাজারের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ মার্চ সকাল ১০টায় কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার পরিদর্শন, সকাল ১১ টায় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত স্কিলফো প্রকল্পের (পাইলট) চলমান কার্যক্রম পরিদর্শন, দুপুর ১২টায় কক্সবাজার পিটিআইতে ‘প্রজেক্ট একটিভিটিস এন্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৯ মার্চ সকাল ৯ টা ৩০ মিনিট কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মাঠ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা। সকাল ১১টা কক্সবাজারের লংবীচ হোটেলে ‘লোকাল লেভেল অফিসিয়ালস অন ইমপ্রুভড এক্সেস এন্ড ইউজ অফ ওয়াস ফ্যাসিলিটিস’ বিষয়ক অনুষ্ঠান। দুপুর ১:৩০ মিনিট রামু উপজেলার জোয়ারনালা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত স্কিলফো প্রকল্পের (পাইলট) চলমান কার্যক্রম পরিদর্শন। বেলা ২টা রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত স্কিলফো প্রকল্পের (পাইলট) চলমান কার্যক্রম পরিদর্শন।
সর্বশেষ ১০ মার্চ সকাল ১০টা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং দুপুর ১২টা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের মাধ্যমে কক্সবাজার সফরসূচি শেষ করে ঢাকায় ফিরে যাবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।