কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের ২১ দিন রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় আদালতে তোলা হলে জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালত।
চকরিয়া আদালতের এপিপি এডভোকেট মঈন উদ্দীন জানান, এর আগে জাফরকে চকরিয়ার ৫টি ও পেকুয়ার ৩টি মামলায় এই দুই থানায় ২১ দিনের রিমান্ড দিয়েছিলো আদালত। যা আজ শেষ হয়েছে।
গেলো ২৭ এপ্রিল সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
এরপরে ঢাকার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো।