বাংলাদেশ লেবার পার্টি’র প্রার্থী হিসেবে কক্সবাজার-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ‘পাসওয়ার্ড’ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ভাইরাল মুখ জগদীশ বড়ুয়া পার্থ।
হলফনামায় জগদীশ নিজের স্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৬.১২ একর জমি ও পৈতৃক সূত্রে পাওয়া সেমিপাকা বাড়ি। এসব সম্পদের বর্তমান আনুমানিক মূল্য লেখা হয়েছে ৭ কোটি ৭৫ লাখ টাকা।
এছাড়াও ৪৩ লাখ ৫০ হাজার টাকা বর্তমান আনুমানিক মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে তার, যার মধ্যে রয়েছে ২০ ভরি স্বর্ণ এবং স্ত্রীরও আছে ১০ ভরি স্বর্ণ।
সব মিলিয়ে ৮ কোটি টাকার বেশি সম্পদের মালিক জগদীশ নিজের পেশা ব্যবসা উল্লেখ করে বাৎসরিক আয় দেখিয়েছেন ৪ লাখ ২০ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অষ্টম শ্রেণি। হলফনামায় তার কোন ঋণ বা দায়ের তথ্যের উল্লেখ নাই, দুটি মামলায় অতীতে আসামী হলেও সেগুলো থেকে তিনি খালাস পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
২০২৩ সালের কক্সবাজার পৌরসভা নির্বাচনে হেলমেট প্রতীক নিয়ে জগদীশ প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছিলেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করা জগদীশ সেসময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক: 





















