কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ লুৎফর রহমান কাজলের স্থাবর-অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় তিনি নিজের স্বর্ণের পরিমাণ দেখিয়েছেন ৫০ ভরি এবং শিক্ষাগত উল্লেখ করেছেন বাণিজ্যে স্নাতক।
বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক কাজল বছরে মৎস্য প্রকল্প থেকে আয় করেন ১১ লাখ ২৫ হাজার ২ শত ৪০ টাকা, পরিচালক পেশায় বেতন পান ৪ লাখ ৬৫ হাজার ৩ শত ৩৩ টাকা। এছাড়াও কৃষিখাতে তিনি ২ লাখ ৬০ হাজার টাকা, বাড়ি ভাড়া বাবদ ৩ লাখ ৮৪ হাজার টাকা ও ব্যাংক মুনাফা বাবদ ৯ শত ৬ টাকা বার্ষিক আয় দেখিয়েছেন।
হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, কাজলের স্ত্রী ও দুই পুত্র সন্তানের বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা।
১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭ শত ৫৯ টাকা নগদ অর্থের মালিক কাজল নিজের অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করেছেন ৫ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা, তার একটি মিটসুবিশি পাজেরো গাড়ি ও একটি শর্টগান রয়েছে। এছাড়াও স্ত্রী ও সন্তানদের অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য লেখা হয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে প্রায় ২২ একর অকৃষি জমি, ২০ একর লীজকৃত জমি, উত্তরায় একটি ফ্ল্যাট ও কক্সবাজারে কাজলের একটি বাড়ি রয়েছে। যৌথ মালিকানাধীন সম্পদ সহ তার স্থাবর সম্পদের বর্তমান মূল্য ৫ কোটি ১১ লাখ টাকা। এছাড়াও কাজলের স্ত্রী ৯০ লাখ ৬৮ হাজার ৪ শত টাকা বর্তমান মূল্যের স্থাবর সম্পদের মালিক।
প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফর রহমান কাজল এই আসনে জয়লাভ করেছিলেন। এই আসনে কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর এইবারই প্রথম জামায়াত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তবে তিনি কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
আগামী ৩ জানুয়ারি সকাল ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কক্সবাজার ৩ আসনের মনোনয়ন জমা দেওয়া ৬ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জ্যেষ্ঠ প্রতিবেদক : 

















