সেন্টমার্টিনে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ইয়াবা পাচারের সাথে জড়িত ১৭ জনকে আটকের দাবী করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রে ২ টি ইঞ্জিনচালিত কাঠের বোটে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। এসময় তল্লাশী চালিয়ে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবাসহ ১৭ জন পাচারকারীকে আটক করে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ২ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড।
উদ্ধার হওয়া ইয়াবা ও আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।