সেন্টমার্টিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।
সোমবার (২১ জুলাই) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এর নেতৃত্বে কোস্ট গার্ড, সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেন্টমার্টিন দ্বীপে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেন তিনি জানান।