একটি জানাজার নামাজের দৃশ্য এটি। যেখানে এককাতারে বিএনপি, জামায়াত ও আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতা।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে সোমবার দুপুর ২ টায় সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরীর পিতা মাস্টার সিরাজনউদ্দিন আহমেদের জানাজায় উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ, সাথে উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
একই জানাজার নামাজে অংশ নেন কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া- পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ জামায়াতের নেতৃবৃন্দ।
জানাজায় একই কাতারে দেখা যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ এবং মরহুম মাস্টার সিরাজ উদ্দিন আহমেদের পুত্র কার্যক্রম নিষিদ্ধ চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে নির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী কে।
জানাজায় অংশ নেয়া হাফেজ আহমেদ জানান,আমরা সাধারণ মানুষ। আমরা চাই এই জানাজার নামাজে যেমন রাজনৈতিক দলের নেতারা একসাথে দাঁড়িয়েছে। পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করলো। জাতীয় জিবনেও এরকম সব দল মত এককাতারে আসলে দেশে শান্তি আসবে। দেশ এগিয়ে যাবে।
আরেক মুসল্লী রেদওয়ান জামাল বলেন, একজন প্রয়াত মানুষের জন্যে সব নেতারা এককাতারে দাঁড়াতে পারলে, দেশের ২০ কোটি জীবিত মানুষের জন্যে কেনো এক জায়গায় আসতে পারবে না? দলের বিভেদ থাকবে, আদর্শের পার্থক্য থাকবে কিন্তু কিছু জায়গায় তো এক থাকতে হবে।
এ নিয়ে কথা বলেছেন জানাজায় অংশ নেয়া আরো কয়েকজন মুসল্লী।তারা বলছেন, এটাই রাজনীতির সৌন্দর্য। রাজনৈতিক শিষ্টাচারও বটে।
নিজস্ব প্রতিবেদক: 






















