গাজিপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯আগস্ট) বিকাল ৫টায় ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
মানববন্ধনে সাংবাদিক আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, দৈনিক সৈকতের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান আযাদ, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ্ উদ্দিন, ছাত্র প্রতিনিধি রহিম চৌধুরী, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংবাদিক বশিরুজ্জামান, শ্রমীক নেতা শাহাজাহান ও রুবেলসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, নাছির উদ্দিন পিন্টু, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মো: ইসতিয়াক হাদি, রবিউল আলম রবি, তাহসিন মেহেরাব শাওনসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে, এমন সময়ে দেশের সমস্থ সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আদায় করে নিতে হবে তাদের ন্যায্য অধিকার। এসময় বক্তব্যে সাংবাদিক দম্পতি সাংবাদিক সাগর-রুনি থেকে শুরু করে আসাদুজ্জামান তুহিন পর্যন্ত সকল সাংবাদিকদের উপর নির্যাতন, হয়রানি, হত্যার প্রতিবাদ জানান তারা।