দৈনিক আমার দেশের কক্সবাজরের স্টাফ রিপোর্টার আনছার হোসেনের ছেলে রিতাজ হোসেন মারা গেছে।
শনিবার রাত ৮ টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষনা করে সদর হাসপাতালের চিকিৎসকেরা।৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া রিতাজ হোসেনের বয়স হয়েছিলো মাত্র ১৩ বছর।
স্ত্রীর মৃত্যুর ২ মাস পর পুত্রের মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন সাংবাদিক আনছার হোসেন।
তিনি জানান,তার পুত্র রিতাজ কে ২ দিন আগে চট্রগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিলো, তবে অবস্থার উন্নতি হয়নি। সে জিবন মৃত্যুর মাঝখানে তথা “ডিপ কোমায়” চলে গিয়েছিলো। তাই চট্টগ্রাম থেকে তাকে এম্বুলেন্সে অক্সিজেন লাগিয়ে কক্সবাজার নিয়ে আসা হয়। আসার পর সদর হাসপাতালে পরীক্ষা নীরিক্ষার জন্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রিতাজের মরদেহ নুনিয়াছড়ার বাসভবনে রাখা হবে এবং পরিবারিক সিদ্ধান্তক্রমে রবিবার সকালে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এদিকে সাংবাদিক আনছার হোসেনের পুত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টিটিএন পরিবার।
নিজস্ব প্রতিবেদক 



















