কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জনতার রাজনীতিক। তাঁর ১৯ দফা কর্মসূচি এদেশের মানুষের অধিকার ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিল। আমরাও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, কক্সবাজার হলো জিয়ার আদর্শের ঘাঁটি। এই ঘাঁটির রক্ষক হিসেবে আমাদের আগামী জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি শনিবার (০৫ এপ্রিল) সারাদিন রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান শনিবার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান বাজার, আসকর খিল, নোনাছড়ি, ইলিশিয়া পাড়া, ফতেখারকুল ইউনিয়নের বাইপাশ, সিপাহী পাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এছাড়াও তিনি রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহমদুল হক চৌধুরী ও সাবেক সভাপতি কুরবান আলী, রামু উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব টিপু সুলতান, ফতেখারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাবের আহমদের কবর জিয়ারত করেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল্লাহ সিকদার চেয়ারম্যান, রামু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস্তেফাজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আখতার কামাল আজাদ, কাওয়ারকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তার আহমদ, জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ডাঃ মোহাম্মদুল হক জনি, বিএনপি নেতা নুরুল আলম প্রমুখ।