কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ উত্তর পাড়া ছাত্র ও যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ( ৮ সেপ্টেম্বর) সকালে লাইট হাউস উত্তর পাড়া সমাজ কমিটির সিনিয়র উপদেষ্টা হাজী অলি আহমেদ এবং লাইট হাউস উত্তর পাড়া সমাজের সভাপতি ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক ডাঃ শাহাবুদ্দিনের উপস্থিতিতে লাইট হাউজ এলাকার হোটেল বাঁশবনে আনুষ্ঠানিক ভাবে এই কমিটির ঘোষনা করা হয়।
লাইট হাউজের এলাকার উন্নয়ন, সামাজিক নানা অনিয়ম, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও এলাকায় ঐক্য প্রতিষ্টার লক্ষ্যে এলাকার তরুণ ছাত্র ও যুবকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে রাশেদুল ইসলাম রাশেদকে সভাপতি ও নুর মোহাম্মদ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়।
ছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ সোহেল ও সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আককাস, সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ ইসমাইল, হিরু আলম,আজিজুর রহমান, মোঃ সুজন এবং সিনিয়র যুগ্ন-সম্পাদক হয়েছেন মোস্তফা কামাল বাবু ও যুগ্ন-সম্পাদক হয়েছেন যথাক্রমে আরফাত হোসেন, আমান উল্লাহ্ আমান। প্রচার সম্পাদক মোঃ খালেক ও সহ প্রচার সম্পাদক মোঃ মনজুর আলম। দপ্তর সম্পাদক মোঃ সেলিম উল্লাহ ও সহ দপ্তর সম্পাদক মোঃ সোহাগ। অর্থ সম্পাদক মোঃ আরমান হেলাল, ক্রীড়া সম্পাদক আকিবুর রহমান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাফিন আহম্মদ, আপ্যায়ন সম্পাদক মোঃ আরমান সহ মোঃ বাবু, সরওয়ার কামাল, মোঃ সাইফুল, মোঃ আলমকে যথাক্রমে সদস্য করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি: 

























