কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি বাসায় কর্মরত ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।
নিহত গৃহকর্মীর নাম সানিয়া। তার পিতার নাম নাসির, যাকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। সানিয়ার মা শোকনারা বেগম প্রায় ১২ বছর আগে মারা যান।
সানিয়ার স্বজনরা দাবি করছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সানিয়ার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে রয়েছে বিভ্রান্তিকর তথ্য।
যে বাসায় সানিয়া দীর্ঘদিন ধরে কাজ করছিলো, সেই পরিবারের সদস্যরা গতকাল পর্যন্ত সেখানে থাকলেও আজ তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, ওই পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার জন্য দৌড়ঝাপ চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সানিয়ার শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। তবে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন, সে বাথরুমে ছিল এবং পরে অসুস্থ হয়ে মারা যায়। আবার কেউ বলছেন, ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক : 






















