আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর অধীনে রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত একটি ওয়্যার হাউজ থেকে সামাজিক বনায়নের ৩০০ ঘনফুট কাঠ জব্দ করেছে বনবিভাগ।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উখিয়ার ১৪নং রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ এই অভিযান পরিচালনা করে বলে জানান, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান।
তিনি বলেন,” ওয়্যার হাউজ টি আইওএম পরিচালিত। কারা কি উদ্দেশ্যে এসব সরকারি সম্পদ মজুদ রেখেছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দেশীয় সংস্থার সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করে থাকে।
১৪ নং রোহিঙ্গা ক্যাম্পের শেল্টার কার্যক্রমে অন্যতম অংশীদার এই সংস্থা, সেখানে ব্যবহারের জন্য এসব কাঠ মজুদ করা হয়ে থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
তবে এই প্রসঙ্গে আইওএমের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।