কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন ‘রোহিঙ্গারা কেন আমাদের এখানে ইনভলভ হবে, তাদের জন্য ল এনফোর্সমেন্ট ফোর্স আছে, আমাদের জন্যও আছে। আমি মনে করিনা যে তারা এখানে ইন্টারফেয়ার করবে সেই সুযোগ তাদের নেই।’
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ এখন পর্যন্ত কিছু ছোটো খাটো ঘটনা থাকলে বড় কোনো কিছু ঘটে নাই, পরিবেশ স্বাভাবিক আছে এতো বেশি সিরিয়াস কোন সমস্যা নেই। সকলকে আমরা কেন্দ্রে যাওয়ার জন্য ইনভাইট করছি৷ ‘
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী কক্সবাজার-৪ আসন থেকে এর আগে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক: 




















