কক্সবাজারের রামুর একটি রাবার বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে থানা পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সকালে জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় ফায়ার সার্ভিস সংলগ্ন রাবার বাগানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, লাশটি গলায় দড়ি মুড়িয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় ছিলো। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
“উদ্ধার লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ পরিদর্শক ফরিদ বলেন, আইনি প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।