“অগ্রজ যেখানে,অগ্রগতি সেখানে” প্রতিপাদ্য এক ঝাঁক উদ্দমী তরুণদের সাথে নিয়ে রম্যভূমি উপজেলায় যাত্রা শুরু করেছে সামজিক সংগঠন অগ্রজ।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বিকেলে রামু বাইপাস থেকে শোভাযাত্রা নিয়ে রামু উপজেলা পরিষদ হলরুমে আত্মপ্রকাশ হয় এই সামাজিক সংগঠনের। এতে এমরানুল হক সোহেল কে আহ্বায়ক ও সাফাত সিকদার কে সদস্য সচিব করে রামু উপজেলা শাখার ১২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে “অগ্রজ” রামুর যুগ্ম আহ্বায়ক তানভিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এমরানল হক সোহেল। শুভেচ্ছা বক্তব্যে সদস্য সচিব সাফাত সিকদার বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে মানবিকতা, সম্প্রীতি, দরিদ্র বিমোচন, শিক্ষার বিস্তার, সমাজের সুরক্ষা। সবাই মিলে প্রতিজ্ঞা করেন তারা সবাই দেশের যে কোন ক্রান্তিলগ্নে বদ্ধপরিকর থাকবো।