অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফ থেকে এক দালালসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালায় তারা। এসময় নৌবাহিনীর অবস্থান টের পেয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ০১ দালালসহ ২০ জনকে আটক করা হয়।
এতে ১৭ রোহিঙ্গার পাশাপাশি ০২ জন বাংলাদেশি নাগরিকও আছে। আটক দালালও রোহিঙ্গা বলে জানায় নৌবাহিনী।
পরবর্তীতে আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।
নিজস্ব প্রতিবেদক : 






















