কক্সবাজারে কর্মরত এক সাংবাদিককে ইয়াবা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) এ, কে, এম দিদারুল আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা। সোমবার (১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন কর হয়।
অভিযোগ রয়েছে, আটক এক আসামিকে শিখিয়ে স্থানীয় অনলাইন চ্যানেল ডেকে লাইভ সম্প্রচার করে সাংবাদিককে ওই আসামির সহযোগী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলেছে। কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটা এমন ঘটনায় সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এতে বক্তাগণ উল্লেখ করেন, রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেল তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে এক নারী অভিযোগ করেন যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল আলম তার স্বামীকে (সিএনজি চালক বজল করিম) মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। পোস্টের ক্যাপশনে সাংবাদিক রাসেল লেখেন, ‘অপকর্মে মশগুল মাদকের এডি দিদারুল। মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়া সিএনজি চালক বজল করিমের স্ত্রী রাশেদার আহাজারি!! এরপর থেকে এডি দিদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সাংবাদিক শাহীন রাসেল।
ওই নারীর ভিডিও বক্তব্য ফেসবুকে পোস্ট করার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে রাত সাড়ে ৯টায় মাদকদ্রব্য কার্যালয়ে আগে থেকে আটক এক আসামিকে শিখিয়ে সাংবাদিক রাসেলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে সেটি লাইভ প্রচার করা হয়। এডি দিদারুল আলমের এমন প্রতিহিংসাত্নক, সাজানো ও পরিকল্পিতভাবে একজন পেশাদার সাংবাদিককে ফাসানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করতে বাধ্য হয়েছে সাংবাদিক সমাজ। সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে স্মারকলিপি দেয়া হয়।
সাংবাদিক মুক্তাদিল জয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক আন্দোলন সুজনের কক্সবাজার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবর রহমান, দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক এম.ওসমান গণী, চ্যানেল-২৪ প্রতিনিধি আজিম নিহাদ, এটিএন বাংলার প্রতিনিধি, মোয়াজ্জেম হোসেন শাকিল, সাংবাদিক একরাম উল হক, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী ও আরটিভি’র জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জাবেদ আবেদীন শাহিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সায়ীদ আলমগীর, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট এহেসান আল কুতুবী, দৈনিক কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক তাজুল ইসলাম পলাশ, দৈনিক বাংলার প্রতিনিধি আশরাফ বিন ইউসুফ, নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, ছাত্রনেতা আলমগীর চৌধুরী, দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক এম.ওসমান গণী, দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক মেহেদী’র নির্বাহী সম্পাদক, মোঃ নাজিম উদ্দীন, টিটিএনের সহ: সম্পাদক মোজাম্মেল হক এটিএন বাংলার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, নিউজ-২৪ প্রতিনিধি ইরফান উল হাসান, বাংলা টিভির প্রতিনিধি আমিনুল হক আমিন,এস এ টিভির প্রতিনিধি আহসান সুমন,আনন্দ টিভির প্রতিনিধি এস্তে ফারুক, নাগরিক টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি রহিদুল কবির, সময়ের আলো প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, দৈনিক সমুদ্র কন্ঠের (চীফ রিপোর্টার) মহী উদ্দীন মাহী, খবরের কাগজের প্রতিনিধি মুহিব উল্লাহ মুহিব, প্যানোয়া নিউজের (চীফ রিপোর্টার) এম.এইচ আরমান, ঢাকা পোস্টের প্রতিনিধি সাইদুল ফরহাদ, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এরফান হোছাইন, বাংলাদেশ টাইমসের কক্সবাজার প্রতিনিধি শাহেদ হোছাইন মুবিন, বাংলাদেশ প্রতিদিন (ডিজিটাল) মিজান, কালের কন্ঠ (ডিজিটাল) প্রতিনিধি, মিশু গুপ্ত, নিউজ নাউ প্রতিনিধি সাজন বড়ুয়া সাজু, ই-টেন টেলিভিশন প্রাইম (ব্যুরো চীফ) আব্দু রাজ্জাক প্রমুখ অংশ নেন।
এদিকে, একই বিষয় নিয়ে টেকনাফে কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। এতে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটি সভাপতি সময়ের কন্ঠস্বর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলু, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি জাকারিয়া আলফাজ, দৈনিক আমাদের কক্সবাজার প্রতিনিধি মো. জুবায়ের, দৈনিক বাংলা প্রতিনিধি রহমত উল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি নাছির উদ্দিন রাজ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানি, এনটিভি মাল্টিমিডিয়া টেকনাফ প্রতিনিধি নোমান অরুপ, দৈনিক ভোরের সময়ের কক্সবাজার প্রতিনিধি এন এস কায়সার জুয়েল, বিজয় টিভির টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দিন মামুন, ঢাকা টাইমস টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দিন আল মোবারক। এসময় সাংবাদিক মিজানুর রহমান, শহিদ উল্লাহ, তোফায়েল আহমেদ, ফারুকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে, এডি দিদারুল আলম ২০১৩ সাল থেকে একই পদে আওয়ামী লীগের আমল থেকেই দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে নানা অপকর্মে জড়িয়ে সমালোচিত হয়ে আসছেন। চাঁদপুর ও জামালপুর দায়িত্ব থাকাকালে তার নানা অপকর্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘এডি দিদারুল, নানান অপকর্ম ও নারীতে মশগুল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল।