মহেশখালীর মাতারবাড়িতে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আসামী ছিনতাই মামলার অন্যতম আসামী রবিউল কে গ্রেফতার করেছে র্যাব।
৬ অক্টোবর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া একতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র্যাব-১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত রবিউল (৩০), মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিকদার পাড়ার জাফর আলমের পুত্র। গেলো ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুল্লাহ আল কাইয়ুম নামের এক আসামীকে মাতারবাড়ির নতুন বাজার এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এসময় পুলিশকে মারধর করে। এ নিয়ে ৩০ সেপ্টেম্বর ১৫ জন কে আসামী করে মহেশখালী থানায় মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতারকৃত রবিউল সে মামলার অন্যতম আসামী বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।