গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ জানিয়ে মহেশখালীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলা চত্ত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) মহেশখালী প্রেসক্লাব, মহেশখালী উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে মহেশখালী শাখা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, সাবেক সভাপতি মাহবুব রোকন, সহ-সভাপতি সৈয়দ মুস্তাফা আলী, সাবেক সাধারণ সম্পাদক ছালাম উল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহেশখালী শাখার সভাপতি সাংবাদিক জাহেদ সরওয়ার, সিরাজুল হক সিরাজ, দৈনিক ভোরের কাগজের এম. বশির উল্লাহ, দৈনিক জনকণ্ঠের মহেশখালী প্রতিনিধি ফারুক ইকবাল, কালের কন্ঠের মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহ, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক অর্থনীতির কাগজের প্রতিনিধি নূরুল করিম, দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিন, দৈনিক একুশে সংবাদের মহেশখালী প্রতিনিধি হামিদ হোসাইন, এনামুল হক, দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি মিজবাহ উদ্দিন আরজু, জাতীয় সাংবাদিক সংস্থা মহেশখালী উপজেলার সদস্য প্রতিনিধি মারুফ উদ্দিন, দৈনিক কক্সবাজার’৭১ পত্রিকার মহেশখালী প্রতিনিধি শহিদুল ইসলাম লিটন, প্যানোয়ার মহেশখালী প্রতিনিধি নুরুল আবছার, সব খবরের প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, দৈনিক কক্সবাজার সংবাদের মহেশখালী প্রতিনিধি সালাউদ্দিন রতন প্রমূখ।
এসময় বক্তারা গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার পরবর্তী বিচার নিশ্চিতের দাবি জানান।
এসময় বক্তারা বাংলাদেশে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করে সাংবাদিকদের পেশা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পরে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত পরিচালনা করেন মহেশখালী থানা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আবছার।