মহেশখালী কালারমারছড়ার আঁধারঘোনায় ৫ বৎসর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে হৃদয় শীল (২১) প্রকাশ ননাই নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
একটি ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী শিশুটি বলছিলো শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড় টায় ওই শিশুকে সেলুনের দোকানে ডেকে তাকে বলৎকার করে হৃদয়। পরে শিশুটিকে একটি মুড়ির প্যাকেট কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, এবং কাউকে না জানাতে বলে।
কালারমারছড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু আহমেদ জানান, সন্ধ্যায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে জানান, এরপর তার পরিবার ও স্থানীয়রা এসে অভিযুক্ত হৃদয় শীলকে আটক করে।
আমাদের হাতে আসা আরও একটি ভিডিওতে দেখা যায়, আটক হৃদয় শীল বলৎকারের বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।