মহেশখালীতে বজ্রপাতে মো. সুমন (২৬) নামের এক চিংড়ি ঘের শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কালারমারছড়ার ইউনিয়নের মাইজপাড়া এলাকার মঞ্জুর আলমের পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল হোসাইন।
নিহতের পরিবার জানায়, সুমন মাইজপাড়া এলাকার পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে একটি চিংড়ি ঘেরের শ্রমিক ছিলেন। হঠাৎ ঝড়োবৃষ্টির সাথে বজ্রপাত হলে চিংড়ী ঘেরের বাসা থেকে বের হতে গিয়ে সুমন বজ্রপাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।