মহেশখালীতে আপন ভাইয়ের সাথে জমিসংক্রান্ত বিরোধে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ফোরকান (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) রাতে ফোরকানের মৃত্যু হয় বলে জানান তার নিকটাত্মীয় (চাচা) মো. রাসেল। গত সোমবার উপজেলার হোয়ানকের পূর্ব হরিয়ার ছড়া নামক এলাকায় ফোরকান ও তার ভাইয়ের মধ্যে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় ফোরকান ও তার দুই ছেলে আহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) রাতে ফোরকানের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, এর সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মীর কাশিম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, জমি নিয়ে ভাইয়ের সাথে সংঘর্ষ আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। এই বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।