কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) বিকেলে মহেশখালী কোস্ট গার্ড স্টেশনের একটি দল পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে আটক করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 
























