বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন-সবাই যেনো মতভেদের উর্ধ্বে উঠে সামাজিকভাবে পারস্পরিক ভাই, বন্ধু নাগরিক হিসেবে যাতে বসবাস করতে পারি। এ লক্ষ্যে তিনি সকলের সকলের সহযোগীতা কামনা করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী’র পিতা মাস্টার সিরাজউদ্দিন আহমেদের জানাজায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন- সবাইকে মৃত্যুবরণ করতে হবে।জন্মের পরে এটায় মহাসত্য।
চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি এ এইচ সালাহউদ্দিন মাহমুদ,জামায়াত ইসলাম মনোনীত এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক,চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলী,পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার,সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশার মানুষ জানাজায় অংশ নেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ৮০ বছর বয়সে চকরিয়ার পৌরসভার করইয়ারঘোনার নীজ বাসায় মৃত্যুবরন করেন সাবেক মেয়র আলমগীর চোধুরীর পিতা মাস্টার সিরাজ উদ্দিন আহমেদ।
সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া 






















