বিএনপি ক্ষমতায় এলে দেশে ১কোটি শিক্ষিত যুবকের চাকরির মাধ্যমে বেকারত্ব দুর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, দেশে প্রচুর পরিমাণে লবনের চাষ হলেও ন্যায্যমূল্য না থাকায় হতাশায় পড়েছেন চাষীরা। এ সমস্যাও দুর করা হবে ইনশাআল্লাহ।
এছাড়াও বিএনপির শীর্ষ এই নেতা বলেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
এদিন তার নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার পেকুয়া মগনামা এবং উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে।
আগামী নির্বাচনে সবাইকে বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করারও আহবান জানান তিনি।
রেজাউল করিম, পেকুয়া: 






















