চেক জালিয়াতির মাধ্যমে সুকৌশলে প্রতারণার অভিযোগে জেলা গণপূর্তের ঠিকাদার জালাল উদ্দীনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে শহরের বাহারছড়া থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। জালাল শহরের বাহারছড়ার সালেহ আহমদের পুত্র।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সহ সভাপতি জালাল এন আই এক্ট ১৩৮ এ রুজুকৃত সিআর ৪৭১/২৫ মামলার প্রধান আসামি।
এছাড়াও জালালের বিরুদ্ধে বিগত আমলে আওয়ামীলীগের ক্ষমতা ব্যবহার করে জমি-দখলের বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে দেখা গেছে।
নিজস্ব প্রতিবেদক 


















