ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেটের মধ্যে ইয়াবা পাচারের চেষ্টা, ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করল সেনাবাহিনী  সার্বক্ষণিক ইবাদত আল্লাহর জিকির পালংখালী সীমান্তে বেপরোয়া তিন যুবক! – ৮০ হাজার ইয়াবা সহ সহযোগী গ্রেফতার কাঁকড়া-চিংড়ি’র সাথে আসছে মাদক! শাহ আলমের দেখভালে রাজনৈতিক নেতারা ডিজিটাল সেবায় কক্সবাজার পুলিশের মাইলফলক: অনলাইনে ১০ হাজার বাস অনুমোদন থানা হেফাজতে যুবকের মৃত্যু: তিন পুলিশ প্রত্যাহার; স্থানীয়দের বিক্ষোভ কক্সবাজার সরকারি কলেজের সামনে মহাসড়ক থেকে ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চকরিয়ায় থানা হেফাজতে যুবকের ‘আত্মহত্যা’র ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন পরিবারের চকরিয়া থানা হেফাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটরের আত্মহত্যা ২৫ আগস্টের কারণে এখনো আছেন আরিফ? উখিয়ার সম্ভাব্য নতুন ওসি তৌহিদ জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব শিক্ষক পিটিয়ে ‘বির্তকিত’ উখিয়ার ওসি জুলাইয়ে জেলায় হয়েছিলেন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ফুটবল বিতরণ: কুতুবদিয়ায় ক্রীড়ার নতুন জাগরণ পেকুয়ায় যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

পেকুয়ায় সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পুরাদিয়া -বনকানন সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার ২৭ জুন বিকেল ৩টার দিকে এ মানববন্ধন করেন স্থানীয়রা৷ মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত এ সড়ক সংস্কারের দাবী জানান।

মানবন্ধনে বক্তারা বলেন, এক সময় এই সড়ক দিয়ে যাতায়াত করতেন গ্রামের মানুষজন। স্কুলে যেতো শত শত শিক্ষার্থী। ব্যবসায়ীরা পণ্য নিয়ে বাজারে পৌঁছাতেন ঠিক সময়ে।

কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে সড়কটির চেহারা। ইট নেই, মাটি নেই, আছে শুধু খানাখন্দ আর কাদায় ভরা দুর্ভোগের গল্প। বর্ষা মৌসুমে এই সড়ক যেন রূপ নেয় জলকাদার এক বিড়ম্বনায়। চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়ে। স্কুলগামী তিন শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই দুর্ভোগ বয়ে বেড়ায়।

এই সড়ক দিয়েই চলাচল করে আহলিয়া ইসলামীয়া বালিকা মাদরাসা, টইটং আরবীয়া জামেউল উলুম মাদরাসা, টইটং উচ্চ বিদ্যালয়, ইকরা স্কুল অ্যান্ড কলেজ, আল হেরা মডেল একাডেমি এবং টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পুরাদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউল করিম, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা রহিম উল্লাহ, মাওলানা এরশাদ কামাল, শিক্ষক রহমত উল্লাহ, শের-এ বাংলা মেডিকেল কলেজ এর শিক্ষার্থী এম সায়েম খান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মিজবাহ উদ্দিন আসিফ, আব্দুল তুহিনসহ অন্যান্যরা।

স্থানীয়রা জানান, এ সড়কটি টইটংয়ের খুবই গুরুত্বপুর্ণ। দীর্ঘ সময় ধরে এ সড়কটি অবহেলিত। প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে আছে। গত ২০ বছর ধরে সংস্কার হচ্ছেনা। সড়ক সংস্কার এটা সময়ের দাবি। রাস্তায় নেমে মানববন্ধনে সামিল হয়েছি। কর্তৃপক্ষকে বিনয়ের সাথে আহবান করছি আমাদের বিপুল জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘব করতে যেন দ্রুত সময়ে সড়কটি সংস্কার করা হয়।

পুরাদিয়ার বাসিন্দা মনজুর আলম বলেন, পুরাদিয়া থেকে হাজিবাজার হেঁটে গেলে লাগে ১০ মিনিট, কিন্তু রাস্তার কারণে ঘুরে বনকানন হয়ে যেতে লাগে ১ ঘণ্টা!

আরেক বাসিন্দা মনির আহমদ জানান, ১০ বছর আগে রাস্তার কিছু অংশে ইট ছিল। এখন কিছুই নেই। কাদা আর গর্তে পা মাড়িয়ে প্রতিদিন চলাফেরা করি।

এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত মানববন্ধনে অংশ নেয় সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, মরহুম ডাঃ ইউসুফ মানবসেবা ফাউন্ডেশন, সিরাতুল মুস্তাকিম আত-তাওহীদ সংগঠন ও উদ্দীপ্ত তরুণ সংঘসহ নানা সামাজিক সংগঠন। সড়ক শুধু ইট-মাটির বিষয় নয়, এটি মানুষের জীবনযাত্রার অংশ। পুরাদিয়া–বনকানন সড়ক যেন আর দুর্ভোগের নাম না হয় এটাই এখন স্থানীয়দের একমাত্র চাওয়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেটের মধ্যে ইয়াবা পাচারের চেষ্টা, ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করল সেনাবাহিনী 

This will close in 6 seconds

পেকুয়ায় সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পুরাদিয়া -বনকানন সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার ২৭ জুন বিকেল ৩টার দিকে এ মানববন্ধন করেন স্থানীয়রা৷ মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত এ সড়ক সংস্কারের দাবী জানান।

মানবন্ধনে বক্তারা বলেন, এক সময় এই সড়ক দিয়ে যাতায়াত করতেন গ্রামের মানুষজন। স্কুলে যেতো শত শত শিক্ষার্থী। ব্যবসায়ীরা পণ্য নিয়ে বাজারে পৌঁছাতেন ঠিক সময়ে।

কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে সড়কটির চেহারা। ইট নেই, মাটি নেই, আছে শুধু খানাখন্দ আর কাদায় ভরা দুর্ভোগের গল্প। বর্ষা মৌসুমে এই সড়ক যেন রূপ নেয় জলকাদার এক বিড়ম্বনায়। চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়ে। স্কুলগামী তিন শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই দুর্ভোগ বয়ে বেড়ায়।

এই সড়ক দিয়েই চলাচল করে আহলিয়া ইসলামীয়া বালিকা মাদরাসা, টইটং আরবীয়া জামেউল উলুম মাদরাসা, টইটং উচ্চ বিদ্যালয়, ইকরা স্কুল অ্যান্ড কলেজ, আল হেরা মডেল একাডেমি এবং টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পুরাদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউল করিম, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা রহিম উল্লাহ, মাওলানা এরশাদ কামাল, শিক্ষক রহমত উল্লাহ, শের-এ বাংলা মেডিকেল কলেজ এর শিক্ষার্থী এম সায়েম খান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মিজবাহ উদ্দিন আসিফ, আব্দুল তুহিনসহ অন্যান্যরা।

স্থানীয়রা জানান, এ সড়কটি টইটংয়ের খুবই গুরুত্বপুর্ণ। দীর্ঘ সময় ধরে এ সড়কটি অবহেলিত। প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে আছে। গত ২০ বছর ধরে সংস্কার হচ্ছেনা। সড়ক সংস্কার এটা সময়ের দাবি। রাস্তায় নেমে মানববন্ধনে সামিল হয়েছি। কর্তৃপক্ষকে বিনয়ের সাথে আহবান করছি আমাদের বিপুল জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘব করতে যেন দ্রুত সময়ে সড়কটি সংস্কার করা হয়।

পুরাদিয়ার বাসিন্দা মনজুর আলম বলেন, পুরাদিয়া থেকে হাজিবাজার হেঁটে গেলে লাগে ১০ মিনিট, কিন্তু রাস্তার কারণে ঘুরে বনকানন হয়ে যেতে লাগে ১ ঘণ্টা!

আরেক বাসিন্দা মনির আহমদ জানান, ১০ বছর আগে রাস্তার কিছু অংশে ইট ছিল। এখন কিছুই নেই। কাদা আর গর্তে পা মাড়িয়ে প্রতিদিন চলাফেরা করি।

এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত মানববন্ধনে অংশ নেয় সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, মরহুম ডাঃ ইউসুফ মানবসেবা ফাউন্ডেশন, সিরাতুল মুস্তাকিম আত-তাওহীদ সংগঠন ও উদ্দীপ্ত তরুণ সংঘসহ নানা সামাজিক সংগঠন। সড়ক শুধু ইট-মাটির বিষয় নয়, এটি মানুষের জীবনযাত্রার অংশ। পুরাদিয়া–বনকানন সড়ক যেন আর দুর্ভোগের নাম না হয় এটাই এখন স্থানীয়দের একমাত্র চাওয়া।