শেষ যাত্রায় পিতার কাঁধে পুত্রে লাশ।নিজের সন্তান রিতাজ হোসেনের মরদেহ কাঁধে নিয়ে জানাজায় উপস্থিত হলেন দৈনিক আমার দেশের কক্সবাজরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আনছার হোসেন।
রবিবার সকাল ১০ টায় নুনিয়াছড়ার বড় কবরস্থান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংবাদিক পুত্র রিতাজ হোসেনের জানাজা। জানাজায় ঢল নামে শোকার্ত মানুষের। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল,আনছার হোসেনের সাংবাদিক সংকর্মী,স্বজন এলাকাবাসী।
জানাজা শেষে সেই কবরস্থানেই মায়ের কবরের পাশে রিতাজ হোসেনকে সমাহিত করা হয়।
শনিবার রাত ৮ টা ৪০ মিনিটে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ১৩ বছর বয়সী রিতাজ হোসেন পাড়ি জমায় না ফেরার দেশে।
মাত্র ২ মাসের ১৩ দিন আগে তার মা পৃথিবী থেকে বিদায় নেয়।মায়ের শোকে কাতর ছিলো রিতাজ। মাতৃশোকে মুহ্যমান রিতাজ নিজেও একসময় নিস্তেজ হয়ে পড়লে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে ২ দিন আইসিইউতে থাকাকালীন চলে যায় ডিপ কোমায়। সেখান থেকে আর ফিরে আসেনি।
তাকে শনিবার বিকেলে এম্বুলেন্স যোগে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হয়। তারপর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করে।
এরপর নিথর দেহে নুনিয়াছড়ার নীজ বাড়ীতে ফেরা। মায়ের জন্যে কাঁদতে কাঁদতে মায়ের কাছেই চলে গেলো সে।
এদিকে স্ত্রীর মৃত্যুর ২ মাস ১৩ দিনের মাথায় পুত্রের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন সাংবাদিক আনছার হোসেন।
নিজস্ব প্রতিবেদক : 























