রামুতে পরিত্যক্ত পুকুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ( ১জুন) সকাল ৭টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট বাজারের পাশে পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় পড়ে থাকা ইয়ামিন (১৭) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করে রামু থানা পুলিশ।
বুদ্ধি প্রতিবন্ধী শিশু ইয়ামিন একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেল ৩০মে সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো ইয়ামিন। পরে ইয়ামিনের মরদেহ জনৈক জয়নাল মিস্ত্রির পরিত্যক্ত পুকুরে ভেসে উঠে। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিনের মরদেহ উদ্ধার করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিক ধারণা করছে বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিন কোনোভাবে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তারপরও আমরা তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
নিজস্ব প্রতিবেদক 




















