কক্সবাজারের রামুতে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে রবিউর আলম নামে ৪ বছরের এক শিশু। একই ঘটনায় তার মামাতো ভাইও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রবিউল আলম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম ঘোনার পাড়া এলাকার বাসিন্দা রবিউল হাসানের ছেলে। আহত শিশুর নাম মো. আনাস (৩)। সে জোয়ারিয়ানালা মৌলভীপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। আত্মীয়তার সম্পর্কে রবিউল আনাসের ফুপাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুরা পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিল।
পথে তারা অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে পড়ে যাওয়া অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মোঃআনাসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সময় বাড়ির পাশে দোকানে যাওয়ার কথা বলে দুই শিশু বের হয়। পথিমধ্যে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। দ্রুত উদ্ধার করলেও রবিউলকে বাঁচানো যায়নি।”
তিনি আরও জানান, নিহত রবিউল তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ম